নদীবৃত্তান্ত
কথাটা ধুলোর উপর লুটিয়ে দিলেও পারতাম
কিন্তু
আজন্ম নদী হতে চেয়েছে যে মেয়ে
সে কী করে আঁজলা ভরে দুঃখ ছড়িয়ে দেয়
বলো?
তুমি অভিমানের কথা বলবে, আর
আমি বুকের ভেতর মন্থকূপ আঁকব না!
তার চেয়ে তুমি আনন্দের কথা বলো,
জানো না
অভিমান মানুষকে বড় অন্ধ করে দেয়!
No comments:
Post a Comment