Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~ শ্রদ্ধার্ঘ্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা||

মল্ল সাহিত্য ই-পত্রিকা-র শারদীয় সংখ্যা ১৪২৮,২৫ শে আশ্বিন সংখ্যা,উৎসর্গ করলাম কবি বেগম সুফিয়া কামাল কে ।



বেগম সুফিয়া কামাল 

সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মাতার নাম সৈয়দা সাবেরা খাতুন। তাঁর বাবা কুমিল্লার বাসিন্দা ছিলেন। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দী জীবন কাটাতে হত। স্কুল-কলেজে পড়ার কোন সুযোগ তাদের ছিলো না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম নিষিদ্ধ ছিল। সেই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি পারিবারিক নানা উত্থানপতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন।

১৯২৬ সালে তার প্রথম কবিতা 'বাসন্তী' সেসময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয়। ত্রিশের দশকে কলকাতায় অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র যেমন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র প্রমুখের দেখা পান। মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সংগঠন ‘আঞ্জুমানে খাওয়াতিনে ইসলামে’ রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয়।

সাঁঝের মায়া (১৯৩৮) এবং উদাত্ত পৃথিবী (১৯৬৪) তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এবং বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২)।সোভিয়েত লেনিন পদক (১৯৭০)। সংগ্রামী নারী পুরস্কার, চেকোশ্লোভাকিয়া (১৯৮১)।বেগম রোকেয়া পদক (১৯৯৬) সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।নভেম্বর ২০, ১৯৯৯ (বয়স ৮৮) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা, বাংলাদেশ।


No comments:

Post a Comment