সময়
আরোগ্য নিকেতনে চেয়ারে চুপচাপ
রাত্রির সমস্ত যন্ত্রণা উথলে পড়ছে
ওয়েটিং রুমে ভাসমান তন্বী সেবিকার
উড়ান মায়াজালে।
সাদা বকপাখি পোশাকের নিচে
তরঙ্গিত জলের কল্লোলে
আমি অথৈ ডুবছি
আমার সময় পেরিয়ে যায়
বাজপাখির মতো আমার কোনও ইচ্ছে
এই চেয়ার মুদ্রিত নেই
আমি ঊর্দ্ধে তাকিয়ে আছি
যেখানে ঘড়ির কাঁটা সময় গিলে নিচ্ছে।
No comments:
Post a Comment