যারা কথা দিয়েছিল
একটা দু'টো ক'রে রাস্তাগুলো
নিজেদের জামা পাল্টে ফেলেছিল
সে সময় তৃষ্ণার্ত ছিল বালুখন্ড,
তারপর সন্ধ্যা নেমে আসছিল সতর্কতায়...
যেভাবে আড়ষ্টতা কাটিয়ে ফুল ফোটে
চৌহদ্দিটাও তেমনি খোলামকুচির মত ভাঙছিল
কম বয়সী একদল ছুটে যেতেই হৈহৈ ব্যাপার
তাছাড়া তালা অব্যবহৃত ছিলও বহুদিন...
এখনি আগুনে হাত সেঁকে যারা উঠে যাবে
তাদের কেউ কেউ রুটি গুনে ঘরে ফিরবে ঠিক
একদল তারা গুনতে গুনতে নেমে যাবে ঝিলে
সকাল হচ্ছে না বলে চিল চীৎকার করবেও কেউ...
তারপর দিনরাত্তিরগুলো তালগোল পাকিয়ে গেলে
একজন কেউ ঘুম থেকে উঠে যাবে গাছের কাছে
প্রার্থনা জানাবে এবং ফিরে এসে অপেক্ষা করবে
যারা অনেকেই কথা দিয়েছিল বন্ধুত্বের...
No comments:
Post a Comment