ভাগের বেশি
স্বীকৃতি ছিনিয়ে নিচ্ছে, যেন সে আপেল কাটা ছুরি
ভাগের বেশি কি ! টেবিলের নীচে হারালো গোড়ালি
অহংকারের অভাবে বুক থেকে খসে পড়ে কুঁড়ি
আবেদনে লাল কালি, এ শরীর নৈরাজ্যবাদীর
বিগত লাবণ্য-দাগ মিলেমিশে সু-খবর ভাঙ্গো
জরায়ুর নীচে সাপ, আপ্যায়নে খাজনা দেবে কিসে
নিয়ে যাও, নিয়ে যাও যত পারো নিজস্বের আলো
শুশ্রূষা বিলিয়ে দিচ্ছে যে, সে যেন ভেসে থাকে গ্লাসে
বিলাসী পণ্যের নামে যদি পুষে রেখো অধিকার
তোমার কস্তুরী-মেঘ ঢিল ছুঁড়ে পেরে নেবে চোর
বয়সে শিথিল রাগ, সম্বোধনে হাড়ভাঙা কেরানি
নেশাগ্রস্ত উঁকিঝুঁকি, প্লেটের মাঝখানে পিরামিড
খেতে দাও, শুতে দাও, মান্য করো দেহের বাগান
ভাগের বেশি কি ! তুমি চেয়েছিলে দাঁতের বয়ান
No comments:
Post a Comment