ক্রমবর্ধিত কিউমুলোনিম্বাস
একটা কিউমুলোনিম্বাস বল্গাহীন, তরতর করে উঠে যাচ্ছে উপরে।
কালবৈশাখী যে আসবেই, তারই প্রস্তুতি ছড়িয়ে গেছে শিরা-উপশিরায়...
আর্দ্র হৃদয়-ভূমি থেকে বাষ্প-বাতাস ক্রমশ মিশে যাচ্ছে হাওয়ায় হাওয়ায়!
যেন ভবিতব্য...
সঞ্চিত, পুঞ্জিভূত বিদ্যুত-তরঙ্গ ভীষণরকম একরোখা এখন;
ক্রমবর্ধিত কিউমুলোনিম্বাস...
যখন তখন বজ্রবিদ্যুৎ, কিংবা ভুবনজোড়া ধুলোঝড়।
তৃষ্ণার্ত ভূমি একটু বৃষ্টি চাই যে!
খুব সুন্দর ইঙ্গিতবহ কবিতা...
ReplyDelete