Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় মাসুদুল হক

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় মাসুদুল হক

জ্যোতিষী পাখি

বনের টিয়া  মানুষের আবেগের কাছে 
কতোটা পরাস্ত হলে 
একটা গোটা জন্ম জ্যোতিষীর মতো বসে থাকে খাঁচায়! 

হয়তো একজন্মে ঋষি হতে চেয়ে 
শূন্যে ভাসিয়ে নিয়েছিল আকাশ

আকাশ তাই ক্ষোভে
 ওকে নির্বাসন দিয়েছে মানুষের অরণ্যে 

এখানে জীবন আছে ;নিরাপত্তা নেই জেনে
সকাল সন্ধ্যা কাটে ধ্যানে
গভীর রাতে মুক্তির স্বপ্ন জেগে উঠলে মনে 
বিস্ময়ে আপন ডানার দিকে চেয়ে দেখে 
সন্ন্যাসী পাথর-ছায়া জেকে বসেছে অনড় পায়ে

দৃশ্যত মানুষের ভাষায় দু'চার কথা বলে 
জ্যোতিষ-পায়ে হেঁটে 
ঠোঁটে তুলে আনে মানুষের ভাগ্যলিপি 

মানুষ‌ও তাদের ভাগ্য জেনে 
পরম বিস্ময়ে জ্যোতিষী টিয়ার দিকে 
বস্তুবাদী চোখে তাকিয়ে ভাবে
প্রাণ আছে খাঁচায় তবু পাখিটি ছবির মতো!


1 comment: