Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় দিশারী মুখোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় দিশারী মুখোপাধ্যায় 



শকুন্ত শহরে আমরা 

১)

বিশ থেকে পঁচিশ কিলোমিটার, আনুমানিক, দূরে 
যন্ত্রণার উৎপত্তিস্থল।বেলাভূমিতে ছড়িয়ে পড়েছে 
নষ্ট শরীরের পবিত্র রঙ।অম্লান অনুভব সেতারের 

ভালোবাসার রিখটারস্কেল ৭.৫
পরিমাণটা তেমন পর্যাপ্ত নয় 
লয়, বিলয় কিছুই সম্ভব নয় এতে 
আরও দশ মাত্রা বাড়ানো দরকার 

যে বাতাসে ডানা সঞ্চালিত হয়েছিল, সে এখনো 
কম্পনকে ধরে রেখেছে।কম্পন এমন এক ঘটনা যা 
স্থিরতাকেও অস্থির করে তোলে।চরাচর এসব খবর ছাপে  

২)

কম্পন এমন এক ঘটনা যা স্থিরত্বকেও অস্থির 
করে তোলে।চরাচর এসব খবর ছাপে সাদা কালিতে 
কেবল অক্ষর দিয়ে সব শব্দ,বাক্য লেখা যায় না 

উপন্যাসটির শব্দ সংখ্যা কয়েক লক্ষ 
বিশেষ স্থানে কালে তা পরিবর্তন যোগ্য 
চরিত্রদের প্রকৃত নাম ও ঠিকানা লিখে 
ঔপন্যাসিক তাঁর বিপদ বাড়াবেন কেন 

গুগল হারিয়ে ফেলা নদীর চরে এক দম্পতির প্রেম 
প্রাসঙ্গিকতার মধ্যে নেই।বিক্রির বর্গফল যা দাবি করে 
তাকে স্বাগত জানায় ক্রয়ের বর্গফল।নিয়ম এমনই 

No comments:

Post a Comment