ছুঁয়ে দাও
বিনোদিনী রাই লাবণ্য বা মাধবীলতা
যে নামেই ছুঁয়ে দাও না কেনো,
তোমাতেই মুগ্ধ আমি
তোমাতেই ভিজবো।
হাজার আলোকবর্ষ জুড়ে
গভীর প্রেম জলবিন্দুর মতো
তিরতির করে ছুঁয়ে ছুঁয়ে যাবে
নির্জন শরীরের প্রতিটি বিভাজিকা।
এলোচুল চিবুক ছুঁয়ে
ঝুরো ঝুরো ভালোবাসা
চাঁদের মতো নেমে আসবে
উন্মুক্ত বাদামী পিঠের নগ্নতায়।
আতরগন্ধী মৃগনাভি ছুঁয়ে
শঙ্খশুভ্র উরূসন্ধির জাফরানি রং
ভেসে যাবে রিরংসার জোছনায়।
দীর্ঘ বরষ দীর্ঘ মাস মুগ্ধতায় ছুঁয়ে
তোমাতেই আমি বারবার ভিজবো
তোমাতেই জীবন খুঁজে পেয়ে
তোমাতেই নতুন বাসা বাঁধবো।
No comments:
Post a Comment