এই যে দরজার ওপারে দাঁড়িয়ে আছ তুমি, ভয় পাচ্ছ
ফিরতি চৌকাঠে পা বাড়াতে, কিংবা সঙ্কোচ করছ,
পুরোনো ঠোঁটে হাসিটা ফুটি ফুটি করেও ফুটছে না, চোখের
তারায় একঝাঁক হুলওলা মৌমাছি উড়ে বেড়াচ্ছে, কানের লতিতে
তাদের অবিরাম গুঞ্জন তোমার মাথা ধরিয়ে দিচ্ছে প্রায় – এবং
দরজার কাঠ স্থির, শেকল স্থির, ঘরের মেঝে স্থির,
মেঝেয় শুয়ে থাকা দীর্ঘায়ু পোষ্য পাপোশটিও স্থির,
অথচ তোমার মনে হচ্ছে সবই চলমান, সবই চঞ্চল;
আস্ত পৃথিবীটাই তো ঘুরছে, তোমার মাথা কেন বাকি থাকে –
এই যে তোমার ঘিলু-রোমকূপ-নাভিমূলে চঞ্চল চারাগাছটা
মাথা দুলিয়ে চলেছে, দুলিয়েই চলেছে,
এক শয়তান হাওয়ার দোলায় –
তুমি কি জানো এই শয়তানটা আমি?
No comments:
Post a Comment