সুতানটির আলো
ঝমঝম বৃষ্টিবারান্দায় তমশার একচেটিয়া অপশাসনে শুনতে পাই ফেলে আসা দিনের শব্দ। ঝুপঝাপ নিভে গেছে আলোদের কলোনি
এখন মৃত জোনাকিদের সান্ধ্যআসরে হ্যারিকেনের আলো পতাকা ওড়ায়। সেই দিকে তাকিয়ে আরেকবার পড়তে সাধ হয় সুতানটি - ইস্ট ইন্ডিয়া কোম্পানি; পুরনো হুগলি নদী, কোন বৃষ্টিধোয়া বিকেলে নৌকা এসে ছুঁয়ে ছিল নদীর পাড় ...... সেদিনও কি অকালসন্ধ্যা নেমেছিল দীর্ঘ পারাপারে? লন্ঠনের আলো নিয়ে কে যেন হেঁটে যাচ্ছে বশ্যতা স্বীকারের বিপরীতে তার পিছু পিছু চলে যাচ্ছে ইতিহাসের আলো।
No comments:
Post a Comment