Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় সুকন্যা ভট্টাচার্য্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় সুকন্যা ভট্টাচার্য্য 


একটি ম্যানগ্রোভ কথা

এমন সদ্য ভাসমান একটি চর, এই
দ্বীপের আশ্রয়ে আছি।এই আছে, এই নেই হুটহাট কিছুটা জলে নীচে তলিয়ে যায়।বসে বসে দোল খাই।তলিয়ে গেলেই মাছের দল গায়ে উঠে আসে।এসব নিয়ে সবুজ জলে ভেসে থাকা।কাছাকাছি কাছিম,ঘড়িয়াল,মাছের দল।

নির্জন দ্বীপে কিভাবে এলাম কে জানে? পাখি,সাপ, বিছে ছেড়ে যাবই বা কি করে?যতদূর চোখ পড়ে কোথাও মানুষ নেই।
গতজন্মে মানুষ ছিলাম তাই হয়তো মানুষ খুঁজি!
শ্বাসমূলের নিশ্বাস প্রশ্বাসের শব্দ শুনি।
কাদা,জলজংলা, জোয়ারভাটা এসব নিয়ে আকাশ দুহাতে আগলে রাখে আমায়।


No comments:

Post a Comment