আস্তাকুঁরের পাতা
সব স্বপ্নই প্রায় ভেঙ্গে চুরমার হয়েছে
জীবনাকাশে ঘনমেঘ আরো কালো হয়ে চলেছে
গোধুলির আলো আর সৌন্দর্য বুনে না এখানে
তবুও কেন যে বুকে ভালোবাসা আছে?
নিঝুম রাতের চোরা ইচ্ছেরা
তোর জন্য হাত বাড়িয়ে থাকে
বুকে আয় ক্লোরোফিল হয়ে
জানি, হয়তো বা প্রত্যাখ্যাত হবো
ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তদ্ধ হবো, জেনেও
ভালোবাসা দিতে পারি
এ দোষ আমার নয় মোটেও
দোষী প্রতিষ্ঠাহীন সব প্রেমিক!
বড়ো সাদামাটা কাব্য ছন্দহীন কথা বলছি
আসলে আস্তাকুঁরের জীবনে উদরপূর্তির বেশি বিশেষ কোন কিছুর স্বপ্নদোষ থাকে না!
তোমাদের সুশ্রী মুখের আড়ালে থাকে কতো দাঁতনখ
সব, ওসব জেনেও; ভালোবাসা দিতে পারি
আহারে অনাহারে বানাতে পারি তোমায় হৃদয় রাণী
No comments:
Post a Comment