ছুটে যাওয়া ক্ষুরের ধূলো
মন কে বোঝালাম কাগজে কলমে।
তবু কবিতা এলোনা আজ।
ওরা এলো গোল্লাছুট এর পাশে কুমিরডাঙা।
গা ঘেঁষে রুমাল চোর।খেলনা ঘোড়া টির আজ অনেক দৌরাত্মি। তার ছুটে যাওয়া ক্ষুরের ধূলোয় চোখে বালি পড়ে।তারপর... অচেনা শহরের আলো ছায়া ফেলে নাভির আয়নায়।
বোবা সিলিঙে তখন ও কিশোরী রাত উপোসী।
আলো-আঁধারের বুকে মধ্যরাতের ট্রেন
কেবল স্টেশন ছাড়ার গান শোনায়।।
No comments:
Post a Comment