জলছবি
একটা পড়ন্ত বিকেল ও আমি,
হলদেটে বিকেল অনেকটা গড়িয়ে লালচে গোধূলির রঙ লাগে।
ক্লিশে হয়ে যাওয়া স্মৃতির সিন্দুক
একে একে তালাচাবি ভাঙে।
একসময় দিগন্তের রামধনু মিলিয়ে যায়,
আবছা আঁধারে ল্যাম্পপোষ্টের আনাচে-কানাচে অশরীরী স্মৃতিরা ঘুরে বেড়ায়।
আকাশ কালো অভিমানী মেঘ
আদুরে ফোলানো ঠোঁটে
বৃষ্টির আলটুসি চুমু--
ধুসর ফ্যাকাসে ক্যানভাস থেকে
চুঁইয়ে পরা সবজে রঙে ভরা গালিচা।
ধোঁয়া ওঠা চায়ের কাপে ঝড়ের প্রতীক্ষা
অকালে ফুরিয়ে যাওয়া বিকেলের মরা আলোয়
চুপকথারা কথা খোঁজে।
কথাদের ছুটি দিলাম
আঁকাবাঁকা মনের গলি জুড়ে
সাদা কাপড়ে জড়ানো স্মৃতির আনাগোনা,
নিঝুম এক সন্ধ্যা
স্মৃতির ক্যানভাসে সাদা কালো জলছবি।
No comments:
Post a Comment