Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~অণুগল্পে দেবাশীষ মুখোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| অণুগল্পে দেবাশীষ মুখোপাধ্যায়


বিদাহী


মেয়ের আবদারে ওর জন্মদিনে ফুটপাতে শুয়ে থাকা ভিখারী দাড়িদাদুকে মাংস ভাত খাওয়ানো। ছোট্ট মেয়ের চোখে পরোপকারের পাঠ পড়ে ভরসা পায় অভীক। মানুষের পাশে মানুষ দাঁড়াবেই।এটাই তো বাঁচার নিত্যতা সূত্র !
গোগ্রাসে খেতে থাকা মানুষটার মুখ জুড়ে তৃপ্তির এক স্বর্গীয় আনন্দ ! মাঝে মাঝে মেয়ের মাথা ছুঁয়ে বিড়বিড় করা  আশীর্বাদ।মন ভালো করা এক মুহুর্ত।
        অভীকের ঝাপসা চোখে তখন শীর্ণ দীর্ণ মায়ের লড়াই-মুখ।পাশের বাড়িতে মাংস রান্নার গন্ধ পেয়ে মায়ের কাছে মাংস খাবার আবদার ।কতোই বা বয়স তখন ওর! নয় কি দশ  ! ঝুলকালির মতো অভাবের সংসার তখন। বাবার মৃত্যু সরাসরি ঠেলে দিয়েছে বেঁচে থাকার অহর্নিশ লড়াইয়ে। সেদিন ওকে জড়িয়ে ধরে মায়ের  তখন অসহায় কান্না : আমরা গরীব রে বাবু ! আমাদের মাংস খেতে নেই ! জলভরা ঝাপসা চোখে অভীক আকাশে মুখ তুলে মাকে খুঁজতে লাগলো।


No comments:

Post a Comment