Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় সায়ন্তনী হোড়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় সায়ন্তনী হোড়


অবচেতনের চিত্র

সূর্যমুখীর আড়ালে  ভেসে যাওয়া রোদের
আধখাওয়া টুকরোর ছায়া
আরো গভীর হচ্ছে শরীরের উপর

নষ্ট পোকাদের আর্তনাদ
        সহযোজন মাপার অন্তরীক্ষে তখনও আলো লেগে থাকে

পিয়ানোর সংসারে স্বরলিপির যানযট
     মুচড়ানো বিকেলের মধ্যে 
আঁচড় কাটছে শূন্যতা
শুকনো  জুঁইয়ের মালা জড়ানো গলায় জিজ্ঞেসা আটকে আছে
শুধু একটা কথার ক্লোরোফিল জাগবে বলে

এক দীর্ঘ ভ্রমণের পর ধোঁয়া ওঠা মনের
চূড়ায় এক কঠিন স্বস্তি ছুঁড়ে দেওয়া হয়েছে
যা মধ্যরাতের বীণার আওয়াজে
রক্তাক্ত হয়ে ওঠে

টেলিফোনের রশ্মি থেকে 
ক্রমশ দূরে সরে আসা
আর নিজে সমান্তরাল  নীরবতা পালনের আঁতুড়ঘর হয়ে উঠছি ।


No comments:

Post a Comment