প্রভাত শতপথী
বসুন্ধরা গো
এই বসুন্ধরার ধুলো মেখে নিই,
একটুখানি বাৎসল্য চেয়ে নত হয় সমস্ত শক্তি ,
হিসেব ভুলে যাই --প্রাপ্তি ঘরের,
আলোর বৈভব নামে,
বয়ে যায় ধারা-স্রোত নামু জমিতে।
জেগে থাকে জন্ম,
অলীক আঁচলের খুঁট থেকে উড়ে আসে আরাত্রিক সুবাস।
তার জ্যোতিতে ধরাই অন্তরদানি ধূপের মতো,
শাদা ধোঁয়ারা কুণ্ডলী পাকিয়ে খোঁজে প্রতিসম মন,
লাগা লাগি, ভাগাভাগি ফসলের সুতক ব্রতে।
গাছে গাছ যেমন ঢলে পড়ে বাতাসে,
ঘুমের মধ্যে জীবন ও মৃত্যু তেমন ঢেউ খেলে ।
এ কোন জন্ম পেলাম যে তা বোধগম্যের আগেই পালাই পালাই ভাষা।
পথফুলের মতো তথাকথিত ভুলেরা মুখর দু প্রান্তে,
আন্তরিকতায় শোভনীয় কেবল ওরাই।
ও পথিক, তোমার ভূমিকা তুমিই জানো ।
No comments:
Post a Comment