Sunday, 25 September 2022

কবিতার মালা || ঋদ্ধি ঘোষ

 

                                                                              ঋদ্ধি ঘোষ


কাঁটাতার

কাঁটাতার ছড়িয়ে দিয়েছে সে এক মারণ অসুখ ! ঘাস-বেদী জীর্ণ। দু'একটা হরিণ কচি শাবককে নদীর আয়না চেনায়, চোখ থেকে ফিরিয়ে ন্যায় খিদের আলপনা। একই বনতল, চরাচর ; হারানো গেরস্থালির চালে কস্তুরী রোদ ঝিমিয়ে পড়ে রোজ।

মেহুলী বাতাস একদিন স্বদেশ এঁকে বলেছিল : 
'এই সত্য--, রক্ত গাঢ় হ'লে ঝুঁকে পড়ে দিন।'

দো-পাকা উনুনের আলোয় মা'কে দেখি। বিন্দি, মনে পড়ে তোর ? ধান-আলুর সোঁদাগন্ধে সিদ্ধ সকাল। সেই যে-- 'তুষ-তুষালি' সেরে ফুলপিসি বেরোল ! তারপর সংবাদ। মজা ডোবা, বাঁশডগে পত্ পত্ ছেঁড়া লালপাড়, কত ব্রতকথা এভাবে গ'লে গ্যাছে...জ্বালানো চিৎকার ; জ্বলন্ত মোমে।

সহস্র সুষুপ্তী থেকে জেগে উঠল না কাচগুঁড়ো! ভাঙাকাচে বটছায়া, ক্ষত শৈশব, অনিদ্রার পাখি। বিকোনো উঠোনে ফোঁড় তোলে চেনা মুখ ; খুচরো পয়সা আর খই ছড়ানো কাঁথা। তবুও দু'পারে 
শরৎ কুসুম, দশমী এলেই একাকার ইছামতী...




2 comments:

  1. মন প্রাণ ভিজিয়ে দিল--শরতের এই স্মৃতি মেদুরতা

    ReplyDelete
  2. দেবলীনা25 September 2022 at 23:07

    অপূর্ব সুন্দর লেখা

    ReplyDelete