তাপস রায়
কথামৃত থেকে ফোঁসটুকু নিয়ে বাংলার হয়ে ওঠা
বাঘের বটিকা আনি, দুধে-জলে ফসল ফলাব
কিছু দিন নিজের আয়না পেড়ে এমন টানাব, দাগ দেখা দেবে
বাঘের গর্জন আনি হালুম-হুলুম
নানা অজুহাতে জঙ্গলের কাছাকাছি হই
হরিণেরা লেখা-পড়া ফেলে এলো কিনা, তাদের গরম শ্বাস ধ্বনি তোলে কিনা
যেসব পানীয় নিয়ে বাচ্চারা লাফিয়ে বেড়েছে
কান ঘেঁষে লক্ষ্যভেদ ইচ্ছে হলেই
ওহে মালতীলতারা দুলে ওঠো, আরো ছুঁক ছুঁক দাও
তোমাদের টেক্সচার টুকে এনে এই আমি নাটকে নাটকে তীব্র বাচন দিই
বাঁশরিতে আশ্চর্য রাখি
হ্যাঁ হ্যাঁ ভাবছ কাঁচা কথা, ঘুম ভাঙেনি তখনও
তেমন অসুখ হলে পাহাড়ে বেড়াবে
গির্জার তুখড় উঁচুতে স্বীকারোক্তি ছুঁড়ে দেবে, মাটিতে পড়বে না
এইসব সান্ত্রি,সেনাপতিদের লেড়ো বিস্কুট চায়ে ভিজিয়ে খাওয়া শেখাবে
দু-একদিন জুতো-টুতো খুলে দান দেবে আনন্দ ভৈরবী
আমিও অতটা জানি, বাঘের মুলুকে ঘাড় মটকাতে হবে
না-পারলে তুমুল গর্জন দিয়ে দৃশ্য ফোটাব
No comments:
Post a Comment