উপাসনা সরকার
ধাঁধা
আমরা দেখতে দেখতে স্থির করে নেব
আপনার জীবনে কোন জটিলতা নেই
আপনি নিখুঁত স্ক্রিপ্টে বলে যাবেন
যাবতীয় সংলাপ
একটুও ওঠা নামা নেই
নেই তাচ্ছিল্য বা প্রহসন
জমাট অন্ধকারের অস্তিত্ব নেই কোনো
সাফল্য আর মন খারাপের আপাত বিরোধ নেই
আমরা সাজিয়ে রেখেছি মঞ্চ
একে একে সিঁড়ি আর ধাপ
আপনার অবসরে কালো কফি আর দামী চুরুটের গন্ধ
এত প্রেম আর মোহ ডিঙিয়ে জীবন অগ্রাহ্য করার
শক্তিই বা কি আছে আপনার?
অন্ধকার আর আলোর এই ভারসাম্য
আমাদের খেয়ে নেয় না
গল্প খুঁজে খুঁজে আমরা উপন্যাস লিখি
আমাদের বিরক্ত হতে নেই
কাঁদতে নেই কোনদিন
আমাদের এমন কেউ থাকবেনাযাঁকে বলে দেব "পারিনি জানিস"
কত ভুল এমনি এমনিই আমাদের জীবনে
এল আর গেল
কত দুঃখে আমরা এমনিই একা দাঁড়িয়ে রইলাম
তোমরা দূরে দেখলে সিগেরেট পুড়ছে
ভিতরে ভিতরে কত মানুষ পুড়ে গেল
সে খেয়াল নেই
আমাদের মনে হবেনা সে কথা!
No comments:
Post a Comment