Sunday 25 September 2022

কবিতার মালা || সোমা মুখোপাধ্যায়

 

                                                                 সোমা মুখোপাধ্যায়



জলছাপ
         

শ্রাবণের একটানা বৃষ্টিতে ভিজতে ভিজতে
পৌঁছে যাই অতীত দিনে।
হাটুজলে বাগবাজার,হাতিবাগান,কলেজ স্ট্রিট।
তখন ঊনিশের উন্মাদনায় বৃষ্টিতে,বর্ষণে,
ধারাজলে রোমাঞ্চিত যা কিছু সব।
সব ইচ্ছাগুলোকে নোঙর করে পেরিয়ে যাওয়া
স্বপ্নের সেই সব দিন।
আজও সেই চেনা অচেনা বৃষ্টিবিন্দুরা
শ্রাবণ হয়ে লুটোপুটি খায়  ভগ্ন হৃদয়ে।
পরিত্যক্ত রাস্তায়, কফিহাউসের গলিতে
সেই জলছাপ আজও লেগে আছে।
কিছুদিন পরে ,
মেঘদিগন্ত পেরিয়ে শরৎ নামলে,
ঝিলের জলে নেমে তুলে নেবো একশত আট পদ্ম 
হৃদয়ের সব আখরকথা ডুবে যাবে
বীরেন্দ্রিয় ভোরে।



No comments:

Post a Comment