Sunday, 25 September 2022

কবিতার মালা || পিয়াংকী

 

                                                                           পিয়াংকী


আস্তানা


আমার কোনো ব্যক্তিগত কোণ নেই
যেখানে ডুবিয়ে রাখতে পারি পরম পুরুষের গোপন অরক্ষণ
ডুবসাঁতার থেকে উঠে বলতে পারি,
'আমাকে ভিজিয়ে দাও একটিবার'

লাটাইয়ে টান পড়লে গুটিয়ে যায় নগররক্ষকের অস্ত্রসজ্জা
অবিরাম ললাটের টানে মুছতে থাকে পূর্বজন্মের তিলক 
প্রাচীন রামধনুতে লেগে থাকা সম্ভোগ বিলিয়ে দিই হাম্বীর রাগের মধ্যমস্বরে
 
অলিখিত উপশমের পাশে  মাছি এসে বসে প্রতিদিন 
সন্ধের নিথর পুকুরঘাটে বোবা পাতা আর কয়েকটা সাদা বক, 
উড়ে যাবার কথা ছিল এদের দু'তরফেই। 
অথচ সন্ধ্যা লাগার পরও এরা জেগে রইল জলের সিঁড়ি আর একটা আশ্রিত ব্যাখ্যার পাশে...






No comments:

Post a Comment