Sunday, 25 September 2022

কবিতার মালা || নীপবীথি ‌ভৌমিক

 

                                                                  নীপবীথি ‌ভৌমিক 



স্নান শেখেনি যারা 
 
  যেসকল মানুষেরা ডুব সাঁতার জানে, তারা কি স্নান শেখে আদৌ ?
জলে ভিজে যায় জীবন, এক হাত থেকে আর এক হাত
   
  ডুবে ডুবে হারিয়ে যায় নদী _ বসন্ত _ মানুষ...

   রঙ মাখা চোখ নিয়ে বন্ধ দরজায় কবিতায়
  ধুন তোলে সারেঙ্গীর বিরহে

    যেসকল মানুষেরা ডুব সাঁতার জানে
     তারা কি গান গায় কখনো?
  বরং নিরাপদ বিষণ্ণতায় রোদ মেলে আকাশ থেকে আকাশে,

   আসলে ডুব সাঁতার দেওয়া মানুষগুলো
       বড়ই বোকা,  
     সুর হারিয়ে ফেলেছে বলেই হয়ত কবিতাই লিখে গেল আজন্ম।


 
অঙ্কের খাতা
    
 সব অঙ্কের কি হিসেব মিলে যায়
 
   আলো থেকে আলো খুলে পড়ে।  প্রতিফলন থেকে
    প্রতিসরণ...

     বাজারে ফর্দ‌‌ মেলে না। অথচ থলে ভরে যায়
      হিসেব মেলানো জীবনে

 একদিন জীবনকে প্রশ্ন করেছিলাম বাজী রাখা
   কাকে বলে ;

    হিসেব হীন জীবন অঙ্ক জানে না বলে
    শূন্য এঁকে খাতায় খেলে যায় কাটাকুটির অভিনয়।



No comments:

Post a Comment