Sunday 25 September 2022

কবিতার মালা || সোমা ঘোষ

 

                                                                          সোমা ঘোষ


আঁচ


হাতে গায়ে মুখে তাপ নিতে নিতে বেইরুট বিস্ফোরণের আঁচ পেয়েছিল ওই ছোট্ট পাহাড়ি মেয়েটা। সাদা পাঞ্জাবি কিনতে চেয়েছিল একটা গোটা জলপ্রপাত। ঘোর অমাবস্যা চোখে মেখে নাক উঁচু লোকটা বলেছিলো নীচু নাকেরা বেশিদিন টিকবে না। মাছের দিকে চোখ রেখে নীলচে চিল পেরিয়ে গেলো সমস্ত জলাশয়। ঝাঁঝালো আঁচ পেরিয়ে কবির চন্দন কাঠের বোতামের গন্ধ পাচ্ছি আমি, তুমিও কি...



No comments:

Post a Comment