স্নেহাংশু বিকাশ দাস
অস্তধূসর সেই শূন্যতা
ধুলো নেই, ছায়া নেই, অসংখ্য আকাশ
অস্তধূসর সেই শূন্যতার ভার
পেরিয়ে গিয়েছে শরীরের অসহিষ্ণু ঋণ
শুকনো পাতায় বৃষ্টি নামেআমি সেই বৃষ্টিতে পদ্মশরীর
অসমকৌণিক হাওয়ায় স্থানভ্রষ্ট হয়েছি বারবার
ভোরের সমুদ্র এসে পায়ের কাছে
রেখে গেছে নৌকো, স্মৃতি ও নিরুদ্দেশ ফুল
রেখেছে বিচ্ছেদচিহ্ন যত
জলের সবুজে ঢেউ এলে আজন্ম ব্যাকুল উৎসব
ঘুমিয়ে পড়বে অসহায়
কখনও জীবন দায়হীন বেজে ওঠে
আমি তাকে খুঁজি
বিরল নিভৃতে খুলে যায় মানচিত্র,
সে দেখায় পথ....
No comments:
Post a Comment