Sunday, 25 September 2022

কবিতার মালা || সুপ্তোত্থিতা সাথী

 

                                                                     সুপ্তোত্থিতা সাথী



কিছু ম্যাক্সিম                                                                                                

রূপ,
ফুলের মতো একদিন ঝরে যায়।

সম্মান,
কাচের মতো,ভাঙলে জোড়া লাগে না।

টান,
ঝোঁক যতদিন,টানও ততোদিন।

উল্লাস,
আঁজলা ভরা জলের মতো ক্ষণস্থায়ী।

দরজা,
ভেতর,বাইরের আসা,যাওয়ার জন্য নয়,ঘরকেই আসলে সুরক্ষা দেয়।

তারুণ্য,
রক্তের জোর যতদিন,তারুণ্যও ততোদিন।

মূর্তি,
কাঠ,মাটি কিংবা পাথরের হোক,আসলে তা শিল্পীর মনের অবয়ব মাত্র।

বঁড়শী
শিকারী কিংবা সুযোগ সন্ধানী প্রাণীর মতো।

হাতা,
হাতের পরিবর্তিত রূপ।

আলো,
দূর থেকেই ভালো,কাছে এলে চোখ ধাঁধিয়ে যায়।

চোখ,
খোলা থাকলে শেখায়,বন্ধ হলেই শান্তি।




No comments:

Post a Comment