শ্রীমহাদেব
সংলাপ
আকর্ষণ অনুভব করি একথা সত্য
তবুও রঙচটা জীবনে কেরোসিন বাতির সাথে
ভুল ভাঙাতে আসেনি কোনোও অপলাপ অথবা সংলাপ
আমি গাছ চিনে রেখেছি
তার ছায়া কিনে রেখেছি
সোমত্ত মন তাকেও কিনে রেখেছি
ভোরের শিশির জড়ো হচ্ছে
তাকে গায়ে মাখছি
উত্তাপহীন মোলায়েম আলো থেকে খসে পড়ছে ভ্রূণ
তাকে কুড়িয়ে রাখছি
গায়ে মেখে নিচ্ছি
বোধহীন শব্দের কুৎসিত বিভঙ্গ
এখন আর কোনোও শব্দ হয় না
নধর কথাদের আড়ালে হারিয়ে যাচ্ছে
স্রোত, ঘুম ঘিরে আসে
নিঃশব্দ যাপন থেকে মিলিয়ে যাচ্ছে একফালি আম
আমার জন্য যন্ত্রণা রেখো বসুন্ধরা ।
No comments:
Post a Comment