Sunday 25 September 2022

কবিতার মালা || শান্তনু ভট্টাচার্য

                                                                       শান্তনু ভট্টাচার্য 


মারিজুয়ানা 
                

বিবর্ণ বাতাসে মারিজুয়ানার গন্ধ ...

কোথায় শুয়ে আছি -ফুটপাত?নাকি 
তোমার কোলে মাথা রেখে তারা গুনছি   জানিনা  
মাথার ভেতর হলুদ রঙের বব ডিলানের সুর  
টেনে নিয়ে যাচ্ছে টানেলের শেষ অবধি

 দেখতে পাচ্ছি উল্টো ছাতা
 উল্টো উল্টো পুরুষ,উল্টো শিশু,উল্টো লিঙ্গ;
শুধু  তুমি  সোজা।আর সব স‍্যুরিয়েল।

হাতের কারসাজিতে যেভাবে  ইস্কাপন হরতন হয়ে  যায় 
সে পথেই  আমি চিনছি  নীলগ্রহটাকে...




No comments:

Post a Comment