Sunday, 25 September 2022

কবিতার মালা || দেব চক্রবর্তী

 

                                                                             দেব চক্রবর্তী 



চক্রবৎ               
                                                                                              
এ এক গাঢ় অন্ধকার 
ঝিমিয়ে আসছে সতেজ বৃক্ষরাশি। 
শৈশব হারিয়ে গেছে কবেই 
এখন শরীর ক্ষয়ে আসছে ক্রমশঃ
রথের চাকায়ও জমেছে মজা বালি, 
কাশ, পুঁজ ও পচা রক্ত
হয়তো যেকোনও সময় 
ভেঙে পড়তে পারে উত্তুঙ্গ সৌধ! 
 
এবার নিশ্চিত সময় হয়েছে
নীল পাখিটাকে উড়িয়ে দেবার। 
ভাসিয়ে দেবো আমার যাবতীয় প্রাপ্তি সব 
কচুরিপানার মতো  
আর নবজাতকের কাছে রেখে যাবো 
আমরণ ঋণ ;
যে ঋণ আমার নয়, দশের :
একদিন সে ঠিক আমার কৈশোরের মতো
আমার যৌবনের সাধনার মতো 
রথের চাকা ঘুরিয়ে দেবে 
ঘুচিয়ে দেবে চির অন্ধকার॥


No comments:

Post a Comment