Sunday 25 September 2022

কবিতার মালা || ভানুমতি সর্বজ্ঞ

 

                                                                            ভানুমতি সর্বজ্ঞ


সেই ঘাসওয়ালি


সেই ঘাসওয়ালি

হাতে প্রায় গোল ধারালো কাস্তে

রুপোলী, চকচকে…

সবুজ সতেজ ঘাসের গোড়া থেকে থেকে কেটে নিচ্ছিল।  

এতক্ষণে আড়ালে থাকা পোকাদের ঘরবাড়ি, ডিম-লার্ভা

কিলবিলে ন্যাকামোতে আলো সেঁকতে লাগলো।

 

সেই ঘাসওয়ালি

নেই-জামার ভিতর সুবৃহৎ বর্তুল স্তন

হাঁটুর চাপে সুপ্তোত্থিত… ঘামে ডগোমগো  

এতক্ষণ আড়ালে থাকা ইচ্ছেরা জামাকাপড়, খাওয়া-দাওয়া আর 

অস্নাত পতাকার রশি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল।

 

সেই ঘাসওয়ালি

তার শরীর থেকে বেড়িয়ে আসছে তাপ

নিয়তির বচনের মতো দগদগে লালাভ আর সর্পিল

 এতক্ষণ আড়ালে থাকা উদাসীন সঙ্গম… ক্রুদ্ধ যুদ্ধ, ঠোঁটের রক্ত আর

জঙ্ঘার উত্থান… অবশিষ্ট সামান্য আলো, সব নষ্টদের অধিকারে যাবে।





No comments:

Post a Comment