Sunday, 25 September 2022

কবিতার মালা || নবনীতা ভট্টাচার্য

 


                  নবনীতা ভট্টাচার্য 

নদীও নর্তকী হলে                                                                 

নদীও নর্তকী হলে দোষ কি বলো
তোমার ফ্রেমের ভেতর
যে শ্বাপদ বাস করে
তীক্ষ্ণ ফলার মত
অপলক অর্ক
মৃয়মান বিষ
লীন হয়ে গেছে, অতঃপর
নদীও নর্তকী একাকার

খরস্রোতা 

খরস্রোতা হতে হতে 
ক্লান্ত কিছু মেঘ নেমে এসে
গতি চ্যুত করে ফ্যালে

তারপর তটিনী উল্লাসে
ভাসিয়ে নিয়ে যায়। 

একদিন দাবদাহে
শুকিয়ে
খরস্রোতা খড়কুটো ধরে রাখে
তারপর প্রখর খরায়
সাময়িক বিরতি।

চিতা থেকে দূরে

যেখানে সন্ধ্যা নেমে আসে
গোধূলির পরে
চিতা কাঠ পড়ে থাকে
অপেক্ষায়! 

আমি তার থেকে
খানিকটা দূরে অবস্থান করি। 

যেদিন চন্দন সুগন্ধির বদলে
থাকবে কিছু বিশুদ্ধ জামরুল কাঠ! 

অশ্রু সিক্ত চোখ কোনোদিন
দেখবনা আর। 
 
চিতার আগুনে বিশুদ্ধ
ব্রহ্মান্ডে লীন হয়ে গেলে
তুমি এসো।




No comments:

Post a Comment