Sunday, 25 September 2022

কবিতার মালা || রাজকুমার রায়চৌধুরী

 

                                                               রাজকুমার রায়চৌধুরী


বাবা

তোমার ধারালো ছায়া মাপতে পারেনি আমাদের সংসার,
শুধু জড়িয়ে ধরে আছো অসম্ভব সাদা হাসির আড়ালে।
দুপুরে ভাতের মধ্যে ডাল হয়ে উপচে ওঠো থালাবাটি জুড়ে...
অন্ধকারে দাও আশ্চর্য স্নেহ, সমস্ত শূন্যের মধ্যে আলোর বিন্দু
অল্প শীতে প্রবল আগ্রহে ডুব দিলে তুমি আজ কোন ঠিকানায়?

অদ্ভুত ভালোবাসার হাতপাখাটি নেড়ে যাচ্ছে মা একা-একা...
চলমান সংসারের ভাঁজ খুলে অন্ধকার মুছে দাও দু'হাতে।
কখনও কখনও বিচলিত হয়ে বলে ওঠো 'এবার সব চুপ কর'

নিরবধি ওই মুখচ্ছায়া নিরুপায় স্বরে কী বলে আজও চুপি চুপি?

ঘরের কোণে একটি নীরবতা জ্বলে কালো আঁধারের নীচে,
শীতে রোদ নাও সরষের তেলের বাটির মধ্যে সরু আঙুল ডুবিয়ে
তুমি তো অভাবের সংসারে আশ্চর্য গণিত, নির্জন মায়াবী হিসেব

শুধু তাৎক্ষণিক কী এক প্রত্যাশায় উঁকি দাও আজও এ সংসারে।
উত্তরের জানলা তোমাকে ডাকে, মাঠঘাট তোমাকে ডাকে, চলে এসো...
উষ্ণ চায়ের কাপ টেবিলের উপর পড়ে আছে, এমনকি চশমাটিও।

মায়ের হাতপাখাটি আজও নড়ে, প্রেম কাহাকে বলে ওগো মায়া?



No comments:

Post a Comment