Sunday 25 September 2022

কবিতার মালা || উমা মণ্ডল

 

                                                                        উমা মণ্ডল


বেহালা                                                                            

 

উপত্যকা থেকে ডাক পাই…

কোন সুদূরের প্রান্ত থেকে ফিরে ফিরে আসা স্বর

অবুঝের মতো ঘাড়ে ধাক্কা দেয়; তখন উত্তপ্ত

জিভে না খাওয়া ভাতের অংশ

ধানের কাহিনী

 

ভাবিনি তো, এইভাবে; গতিপথ...

ইথারে ইথারে ডানা দুটি

সামনে দাঁড়িয়ে গতজন্ম

চলন্ত গুহার হাতছানি পার করে সার্বভৌম

গাঢ় রং, মায়াছবি

 

অতলান্ত হায়

কিছুই বুঝিনা 

শুধু সামনের কুয়াশায় মাখা জানালায়

যে মেয়েটি স্তব্ধ

হাতে বেহালার মায়াবীণা

সে কি আমি, না আমার জাতিস্মর...



1 comment:

  1. দেবলীনা26 September 2022 at 16:07

    বাহ্ অপূর্ব

    ReplyDelete