Sunday, 25 September 2022

কবিতার মালা || কেতকী বসু

 

                                                                  কেতকী বসু 



গোপনীয়তা                                                                                                        

আবার প্রেম হলো সক্ষতার ,ভালোবাসার দ্বৈপায়ন
নিশীথ রাতের ধীর পদছায়া,
নির্ভেজাল বোবা কান্নাদের মৃদু আওয়াজ
অকুণ্ঠ ভালোবাসায় পথ হারায়,
গভীরতা খোঁজে পরকীয়ায়।

সুখ পেয়ে ভুল হয় যৌবনের গলিপথ।
স্থিরতা গোপনে সুখের উন্মাদনা
নিশ্ছিদ্র বিশ্বাসে পথিক,ঘর ছাড়া উড়নচণ্ডী,
হুমড়ি খায় নগ্নতা বাস্তবের কড়িকাঠে,
মিথ্যে হয় ভালোবাসা ক্লান্ত দুটি চোখের
শেষের খাতায় দ্বৈত চরিত্র, বাদশাহি যৌনতা।





No comments:

Post a Comment