Sunday, 25 September 2022

কবিতার মালা || সুকন্যা ভট্টাচার্য্য

 

                                                                       সুকন্যা ভট্টাচার্য্য 


মায়া

শিশিরের ভালবাসা জমেছে কচুপাতায়।

টলে গেলেই হারিয়েছি শপথ। তবু পিপাসা মিটিয়েছি। হাত পেতে নিয়েছি ঊষের জল। কিরণ অন্ধকার ভাঙে কিন্তু মায়া শুরিয়ে গেলে হাতে কি থাকে বল?আলো মেখে ভুলে যাব শিশিরের পথ? তাই বাঁচিয়ে রাখি ঘাসের জলজ ভাষণ।






No comments:

Post a Comment