ভাস্বতী নাথব্যর্থ বিধাতা
অভ্যাসের ঘরে নেহাতই খেলাচ্ছলে
যদি ঢুকে পড়ে মধুলোভী প্রজাপতি !
ফুল তো দূরস্থান, এ ঘরে
নোনাধরা টবে একদা বাহারী এক গাছ
ফ্যাকাসে সবুজে হলুদের বাটিক প্রিন্ট নিয়ে
অস্তিত্ব রক্ষার নিয়ম-লাইনে
তোমার পুরোনো চোখের মণি
প্রজাপতির ডানা থেকে রঙ ধার নেবে ,
নাকি চুপচাপ ব্যর্থ বিধাতাকে
ফিরে যেতে দেখবে !
No comments:
Post a Comment