পারভীন শাহনাজ
সোনা বউ
পাটভাঙা রোদ নিপাট দুপুর
পুড়ছে ভীষণ তাপে,
মৌরালা মাছ, সোনা মুগডাল
ইলিশ চুলোয় ভাপে।
মিহি সুতার নীলাভ শাড়ী
চওড়া পাড়ের আঁচল
সুখ লেপেছে সিঁথির উঠোন
পলাশ রাঙে কপোল।
হাসছে মেয়ে রিনিক -ঝিনিক
রাঙা ঠোঁটের ফাঁকে বাঁধে
বাসন্তী রঙ দুপুর।
বিকেল সোনার কাঁকন মোড়া
সাঁঝবাতি নেয় চিনে
সারা দিনের ক্লান্তি যেন
রাত নিয়েছে কিনে।
যার জীবন নদী টইটম্বুর
ছলকে পড়ে সুখ
তবু নিশুতরাতে কার বিরহে
ভাঙছে তারই বুক !
No comments:
Post a Comment