Sunday 25 September 2022

কবিতার মালা || সৌমিত্র উপাধ্যায়

 

                                                                  সৌমিত্র উপাধ্যায় 


লড়াই        
                                                                                 
দেরি হয়ে যায় 
ন্যূনতম জল অচল দু'চোখের 
ফেলা হয়নি সঠিক সময়ে 
বুকের সন্ধিক্ষণে গুঞ্জন আর 
থেমে থাকা তার্কিক তরল

ভালবাসার গভীর জলে 
ঢেউ ওঠে অতল
অন্ধ প্রণয় বিষের আঘাতে ভেঙে চুরমার 

সাত সাগরের মাথা 
শুকিয়েছে তার তেরো নদীর রূপকথা 
ঝাড়বাতি দালানকোঠা অশ্বমেধের ঘোড়া
অবিরাম জ্বলেপুড়ে খাক 

হেসে ওঠে উদগ্রীব 
উষ্ণ চুম্বনে খুঁজেছিল চর্যাপদের গীত 
ঘুম নেই 

একা জেগে লড়ছে শরীর..


No comments:

Post a Comment