Sunday 25 September 2022

কবিতার মালা || নাফিসা খান

 

                                                                          নাফিসা  খান



এ শুধু বৃষ্টি  নয়

              
অহনার মিশুকে হিরণ না বলা কথায় আসান পেতেছে,এক পা এগিয়ে দরজা আর এক  পা এই দূরাকাশ-এই বন্ধে শুধুই আসা-যাওয়া!

কি করে বলি!
এই তাকাতাকির  ভালোলাগা আদানপ্রদান -নর্থক ,
যার কোন আদাল নেই .....ঘোর আছে,তৃপ্তি আছে,  বারে বারে সান্নিধ্যতড়িৎ খেলে দমকা হাওয়ার ছলে!

যাও!প্রতারক!বলি-
তুমিও উত্তরাষাঢ়ের মতো নিষ্ঠুর ,বোঝ না ইঙ্গিত -এই 
হলুদ কাদলীবাদল,ঝারাপাতা হরতকি,ওই সারসীর 
ঘন ঘন ডাক,হিয়ার দোলনে উন্মোচন....সবই কি বৃষ্টির জন্য ?
এই রোদ্দুরে লুকিয়ে আছে  নারী-পুরুষ,জগত সংসার  ও তার সাজুয্যে  আমাদের অনুরূপ ক্ষয়।




No comments:

Post a Comment