পৃথা চট্টোপাধ্যায়
হাঁস উড়ে এসেছিল একদিন উড়াল ডানায়
বৃষ্টি ভেজা শহরের সন্ধ্যা ঘিরে অথচ শীতের কাল
আধুনিক শহরের অনেক অসুখ
অসুখী মানুষ ঘোলা জলে
শরীরের ঘ্রাণ চায়
হলুদ বোতাম ফুল মর্নিং গ্লোরি
সকালের আড়মোড়া ভেঙে
দুঃখ নিয়ে বেড়ে ওঠা সুখ দেখে ভেবেছিল
দুঃখের ঘুম হয় নাকি ?
জানালাটা খোলা থাক
সৃষ্টি সুখ আসে
ঝিরিঝরি জল গায়ে লাগে
No comments:
Post a Comment