গৌতম কুমার গুপ্ত
ইচ্ছেগুলো কুড়িয়ে রাখি
ইচ্ছেগুলো আপনমনে কুড়িয়ে নিই রাস্তা থেকে
নৌকাবিহার ছড়িয়ে দিই জোৎস্নাজলে
তোমার ওষ্ঠাধারে স্পর্শ রাখি আতর মোহে
এখন আমার সময় বেবাক দরজা খোলা
আকাশলীনা নিম্নগামী মাটির ভাসান
পলক হারায় পালক ছোঁয়া তোমার শাড়ি
তোমার ভালবাসা উচ্চাভিলাষ তবু হৃদি
রং থামে না ফোয়ারা ছোটে নিত্য হাসি
থামায় কে আর ছুটছে ঘোড়া অন্ধকারেও
অশ্বারোহী শিরস্ত্রাণে আমার মুক্ত তরবারি
ঝলসে উঠে শ্বেতপাথরে আমার গৃহে তাজমহল
রূপসাগরে ডুব দিয়েছি আমার ভিন্ন ইচ্ছেনদী
ইচ্ছেগুলো আপনমনে কুড়িয়ে রাখি রাস্তা থেকে
স্বপ্নে পূরণ হবেই বলে ঢেউ বুঝে নিই ইচ্ছেনদীর
সময় দেখি স্মৃতি দিয়ে লিখতে খাকে নৌকাভাসান
No comments:
Post a Comment