প্রিয়াঙ্কা পিহু কর্মকার
হঠাৎ
হঠাৎ - ভাঙাচোরা সচেতনতা -
ভাবচ্ছি সততার ফাঁদে অনুকরণ করছে -
জীবন্ত নাগরিকতা ।
শব্দের - চিৎকার শোনা যায় -
ভূমিকার চিড়িয়াখানায় ।
ফ্যাকাশে ভুল গুলো -
হাজার হাত ধোওয়া করছে আজ ।
যোনির জানালায় শুদ্ধ অন্ধকার ,
হঠাৎ - মনে হল পায়ের কাছে খুদিয়া নদ
জলে ধুয়ে যাচ্ছে যত সন্তাপ ,
যত খসখসে দগ্ধ শ্লীলতা ।
হঠাৎ - পোড়া লাল , টকটকে লাল , সিদুঁরের লাল
প্রণয়ের বিক্ষোভে দৃঢ়
অনুরক্ত ।
চাদ্দিক নিঝিম নিস্তব্ধ ---- হঠাৎ ....!
No comments:
Post a Comment