Sunday 25 September 2022

কবিতার মালা || মধুপর্ণা বসু

 

                                                                      মধুপর্ণা বসু 



প্রলাপ বিষয়                                                                                                     


 (১)

আজও সেইরকমই স্পষ্ট তোমার কাছে,
যতো গোপন রমনও তোমার অজানা নয়,
তাই তুমি শেষ প্রিয় ঠিকানা আমার।
প্রতিবার অশ্লীল হয়েও শেষ রক্ষা-
ওই সর্বনাশা সুরে, সীমাবদ্ধ পারানী।
মুক্ত করতে পেরেছি বুকের কারাগার,
তুমি আমার অন্ধ বিশ্বাসের বাসা,          তাই
ঘুমের শেষ প্রহরে সে বাঁশিতে মুক্তি নিশ্চিত। 

(২) 

অকারণে কিছু সময় প্রিয়তম শোক হয়ে যায়।
যে ভালোবাসা ঘুণাক্ষরেও বুক থেকে সরেনা
কখন অভিযুক্ত হয়ে কাঠগড়ায় হিমসিম,
গুরু অপরাধে সামান্য দণ্ডে অভিশপ্ত দিন --
বিচারক অন্য বাগানবাড়ি খোঁজে,
অবহেলার চোখে বিষের যন্ত্রণা...
কি ভীষণ সে পুড়ে ছারখার প্রতি মুহূর্ত।
চোখে এক কঠিন নিরাসক্তি,
এ মৃত্যুদণ্ডাদেশ যাপনে এক অসহ্য শোক।




No comments:

Post a Comment