Sunday 25 September 2022

উৎসব সংখ্যা ১৪২৯ || সম্পাদকীয় নয় কিন্তু

                                                              

অভিজিৎ দাসকর্মকার 



সম্পাদকীয় নয় কিন্তু 


" দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজোপ্রভাবে 
শত্রুদহনকালে অগ্নিবর্ণা, অগ্নিলোচনা"

তুমি আস্তে আস্তে নিজেকে তম গুণে কাঁচা মাটির দলা থেকে কুমোরের হাতের কারুশিল্পে আরও আরও অগ্নিশুদ্ধ হয়ে টেরাকোটা রূপও নাও। মাগো ; তোমার আশীষে যে আগামীর আগমনবার্তা, আমাদের মনু জীবনে এক উদ্দাম রসস্ফীতি পলক্ষার প্রবাহে অনুভূত হয়, তাতে আমরা নিজেদের কর্মের মাধ্যমে, চেতনার মাধ্যমেই বিশ্বের বিভিন্ন প্রান্তিকে শব্দ সৈনিক হয়ে এগিয়ে যেতে পারি। তোমাকে সহস্র নমস্কার। বিগত চার বছরের মতো এবছরও মল্ল সাহিত্য ই-পত্রিকা ৫ম বর্ষ উৎসব সংখ্যা ১৪২৯ (অনলাইন) প্রকাশ করার স্পর্ধা করছি শুধুমাত্র তোমার মহিমান্বিত ইচ্ছে এবং যাঁরা এতোবছর ধরে শব্দ দিয়ে সাজিয়ে চলেছেন, পত্রিকাকে এগিয়ে নিয়ে চলেছেন,পত্রিকার মর্যাদা রক্ষা করে চেলেছেন তাঁদের ভালোবাসা প্রবাহকে অস্বীকার করার ঔদ্ধত্য দেখানোর ক্ষমতা আমার নেই, আমাদের কারো নেই। বহু প্রবীণ কবিরা পত্রিকাকে তাদের লেখা দিয়ে প্রশ্রয় দিয়েছেন এবং তরুণ কবিদের লেখা পড়ে তাঁদের সম্ভাবনাময় লেখাকে মল্ল সাহিত্য প্রয়াসের মাধ্যমে পাঠকের সামনে সমাপন করেছি বারংবার। অনেকে লিখবো লিখবো ভেবেও লিখে উঠতে পারেননি, আবার অনেকেই মুখিয়ে থেকেছেন লেখার জন্য। তাঁদের ভালোবাসার পত্রিকা মল্ল সাহিত্য ই-পত্রিকা।  এ-সবই তাঁদের ভালোবাসা-ভরসা-বিশ্বাস। এবছর সম্পাদকমণ্ডলীর সকলের ইচ্ছে বিষ্ণুপুর থিম। তাই প্রচ্ছদে ফুটে উঠল দেবীর টেরাকোটা রূপ। পত্রিকার যাবতীয় অলংকরণ করা হলো টেরাকোটা শিল্পের আবহে। জানি এই কাজের মাধ্যমে আমরা  আর্থিকভাবে কারো পাশে থাকতে পারবো না। তবে এও জানি প্রচার এবং প্রসার মাটি জোগাড় করায়, মাটিকে আদল দেওয়ায়, সেই আদলকে আগুনের ভাটিতে তপ্ত করে পোক্ত করায়, এমনকি রোদ-ঝড়-বৃষ্টি এবং বিষ্ণুপুরের তীব্র ঠাণ্ডায় হাঁ-করে বসে থেকে বিক্রি করার সাহস জোগায়। আপনারা অনেকেই আমাকে চেনেন, আমাদের চিনছেন। বিশ্বাস করি অনেকেই মল্ল সাহিত্য ই-পত্রিকাকে নিজের পত্রিকা মনে করেন। এভাবেই আমাদের পাশে থাকুন। আমাদের ভালোবাসায় রাখুন। এই অঙ্গিকার রইল।


1 comment:

  1. দেবলীনা26 September 2022 at 16:18

    দেবী পক্ষের সূচনায় এমন একটি সমৃদ্ধ ও ঐতিহ্য এবং সবেকিয়ানায় অলঙ্কৃত পূজা সংখ্যা সত্যিই পাঠকের কাছে প্রাপ্তির । সম্পাদকীয় সত্যিই খুব সাবলীল ও প্রাঞ্জল 🌹🌹👏👏

    ReplyDelete