Sunday 25 September 2022

কবিতার মালা || মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী

 

                                                               মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী


ব্যবধান                                                                                                            
  
ভাবনা কি অস্পৃশ্য হয়েছে কখনও ? 

শ্রাবণের গান হয়ে ভিজে গেছে কাজল !
প্রনয়ের ভিজে পালক থেকে ছড়িয়ে পড়েছে  
সহিষ্ণুতার বিন্দু 

রাতের একলা ছাদ হাতছানি দিলে --
জাগরণের সঙ্গী হয়ে অনর্গল কথা বলেছে 
তৃষ্ণার্ত মেঘ - - -

সম্বিত ফিরে এলে জ্বলজ্বল করেছে
আমাদের ব্যবধানের নগ্ন নাম , ভিন গোত্র 

তুমি তো আমার হবে না কখনও 
তবে কেন রাখো ঐ অনিমেষ চোখ ! 
আজও ?


স্পর্শদোষ 
  
তারুণ্য দিয়েছে যত গভীর মিঠাস 
তাতেই তোমার তৃপ্তি ?
তুমি তাকে করেছ লালন
ছুঁয়ে দেখো,  চেখে দেখো বিনোদন-ত্বক - - -

পুরোটাই শুধু রক্ত মাংসে ছয়লাপ ।

গহন বিশ্বাস থেকে 
উঠে আসে মসৃণ-যাপন 
তাকে যত্নে তুলে নিতে যে হাত বাড়ায়  প্রিয়তম __
কেন তাতে বারবার মৃত্যু-ফুল ফোটাও!


1 comment:

  1. দেবলীনা26 September 2022 at 16:04

    ভীষণ সুন্দর লেখা দুটো ❤️❤️

    ReplyDelete