Sunday 25 September 2022

কবিতার মালা || সুবীর সরকার

                                                                          সুবীর সরকার



জীবন

জনমভরের কত কথা থাকে মানুষের।কোথাও 
হাঁটুজলের নদী পেরোতে গিয়ে মানুষের চোখের
সাদায় এক ব্যথা জেগে থাকে।
জাগরণ থেকে ঘুমে ফিরতে গিয়ে কথার খেপলা জাল অন্যমনস্কতার
ভেতর ঢুকে পড়ে।অথচ দীর্ঘ কোন সেতু পেরোতে
আজকাল তো খুব বেশি সময় লাগে না!গ্রামদেশের
কাকতাড়ুয়া পাহারা দেয় বেগুনক্ষেত।নুতন জলের
প্রবাহে সতেজ শিং মাগুরের ঝাঁক আবহমানের
দৃশ্যের কিনারেই বুঝি মানুষকে টেনে নিয়ে আসে।
জনমভরের কথায় কথায় কি তীব্র হয়ে ওঠে মানুষের
                                                               জীবন!




No comments:

Post a Comment