Sunday 25 September 2022

কবিতার মালা || রূপক চট্টোপাধ্যায়

 

                                                                  রূপক চট্টোপাধ্যায় 



এলডোরাডো                                                                                                    

রজোগুণে তোমায় হারিয়েছি 
ফতুর জলাশয় থেকে কংক্রিটের কাঠিন্য জুড়ে! 
আজ তমোগুণে তোমায় পেয়েছি, 
উচ্ছ্বাসের শৃঙ্গ থেকে, জাদুকরী এলডোরাডো!
 এখন কান্নার সময় কি না ভাবি?
 আমি ঠিক বুঝতে পারি না, কোন ক্ষত থেকে
 ডেকে উঠছে যান্ত্রিক হৃদপিণ্ড  সমস্বরে।
  কথাছিলো, শ্রমের পিঠে পাথর চাপিয়ে
  পাহাড়ি পথ পার হবো।  ধানের গর্ভগৃহে
  দুধ জমলে জলাশয়ের পদ্মবনে 
  ডুবে যাবো ফতুর আনন্দে, অন্নহীন লজ্জায়! 

  বুঝিনি কি ভাবে রজোগুণে তোমায়
  হারিয়ে, তমোগুণে ফিরে পাবো,তোমায় 
এলডোরাডো। তুমি হবে খুপরিতে
বেঁচে ওঠা লাল নীল অফমুডের হিসেবি সংসার!




No comments:

Post a Comment