শুভশ্রী রায়
অলক্ষণা
মেয়ে সন্তানের প্রতিভা না বিরাট অভিশাপ?
চোদ্দ গুষ্টি খুঁজতে বসে কার যে ছিল পাপ
বাবা না মা, ঠিক কার দোষে হিসাব বহির্ভূত
তা সত্বেও অতিরিক্ত পবিত্র চরিত্রদের মাঝে
এমন মেয়ে জন্মে গেছে, কথায় এবং কাজে
নিজেই নিজের কলঙ্ক হয়ে সমস্ত ক্ষণ বাজে।
পাটপাট সুমঙ্গলে অলক্ষণ কেমন করে সাজে!
অতিরিক্ত প্রশ্ন করে আশৈশব জিজ্ঞাসায় ভরা
কেন এমন মেয়েটাকে হয় এত বেশি সহ্য করা
অন্য মেয়েগুলো ভারী লক্ষ্মী হয়েও সৃজনে খরা
কৌতূহল এবং জিজ্ঞাসার ওপর তাদের জরা।
মেয়ে মানুষের সৃজন কাম্য না অসহনীয় শাপ
কী প্রশ্ন, যে দেশে মেয়ে হয়ে জন্মানোটাই পাপ?
No comments:
Post a Comment