পাপড়ি দাস সরকার
ইচ্ছে
এক ঝাঁক উড়ে এল
পাশবালিশ প্রীতির পাশে
লুকোনো জানালা দিয়ে মুখ বাড়িয়ে
বললো টুকি...
সঙ্গে করে আনা দোষ আর ভাঙা সপ্ন
এই ছিল সম্বল
অসহায় ঘুম ঝিমিয়ে পড়ল তাতে
হাত ভিজে গেল অহেতুক
মুখ ফস্কে বেরিয়ে গেল ছিঃ।
আসলে, কেউ ছিলোনাতো জানো!
একটুর জন্য ছুঁতে পারিনি তাই!
আমার সঙ্গে তাঁর সম্পর্কের হাইফেনে
বসে থাকে যন্ত্রণার মেহেফিল
আমরা মেহেফিল পোহাই।
আগুনকে দাহ করে
দাহ্য হয়ে ওঠবার সপ্ন লেগে থাকে
হরেক যন্ত্রণার চৌকাঠে। ভালোবাসা রাখি
সেখানে, সপ্ন রাখি, উজ্জ্বল রাখি, সমর্পন রাখি।
কবিতা সিম্পহনীর মতো পরম বেজে ওঠে যন্ত্রণার জরায়ুতে...
No comments:
Post a Comment